উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রাউন্ড অফ ১৬-এর ২য় লীগে ৩-২ এগ্রিগেটে এগিয়ে থেকে মাঠে নেমেছিল রিয়ালমাদ্রিদ। আগের ম্যাচে টান টান উত্তেজনা থাকলেও এই ম্যাচে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ম্যানসিটি। খেলার চার মিনিটের মাথায় গোল করেন এমবাপ্পে, এর পর আরো দুটি গোলে হ্যাট্রিক পূরণ করেন তিনি। খেলার ৯২ মিনিটে একটি গোল শোধ করে।
খেলা শেষে ৬-৩ এগ্রিগেট নিয়ে ম্যানসিটি সমর্থকদের হতাশায় ডুবিয়ে পরের রাউন্ডে পা রাখলো রিয়েল মাদ্রিদ।