সিলেটের বালুচর এলাকার আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে হাতাহাতির রূপ নেয়। সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা সৃষ্টি ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে এই বিশৃঙ্খলার সময় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানান এবং পরে ইফতার অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ঘটনার সূত্রপাত হয় ইফতারের কয়েক মিনিট আগে, যখন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বক্তব্য রাখছিলেন। এ সময় মঞ্চের সামনে থাকা দলীয় কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ভিডিও ধারণে গেলে ডিবিসি নিউজ, সিলেট ভিউ, খবরের কাগজ ও ঢাকা পোস্টের প্রতিনিধিদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে সাংবাদিক নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অনেকেই ইফতার না করেই অনুষ্ঠান ত্যাগ করেন।
এছাড়া ছাত্রদের একটি অংশও ইফতারে অংশ না নিয়ে বাইরে এসে বিক্ষোভ করে এবং দলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।
একাধিক সূত্র জানায়, দলটির অভ্যন্তরে বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একাধিক গ্রুপ বিরোধে লিপ্ত। শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার নেতা নাসির ও গালিবের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন উপস্থিত থেকে ঝামেলায় জড়িয়ে পড়েন।
এদিকে ইফতারের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্য সামাজিক মাধ্যমে আসা উচিত হয়নি। এটা শিষ্টাচারের লঙ্ঘন হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “সেনানিবাসের কিছু ব্যক্তি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, যা আমরা মেনে নিতে পারছি না।”