ইতালি

পোপ ফ্রান্সিস কে শ্রদ্ধা জানাতে ডঃ ইউনুস রোমে সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রেস সচিবের

11294_WhatsApp Image 2025-04-26 at 2.35.20 AM-2.jpeg

মিনহাজ হোসেন ইতালি: বন্ধু পোপ ফ্রান্সিস কে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সরকারের প্রধান  উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস রোমে এসে পৌছন দুপুর ২টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থেকেই সরাসরি চলে যান ভ্যাটিকান সিটিতে। সেখানে তিনি প্রায় কুড়ি মিনিট অবস্থান করেন।  

ইতালির রাজধানী রোমের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মতবিনিময় কালে প্রেস সচিব শফিকুল আলম জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই তিনি পোপের শেষকৃত্যে যোগ দিতে  এসেছেন।

সাংবাদিকদের এই সভায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক সহ দূতাবাস কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১১ টা থেকে শুরু হবে জনপ্রিয় এই পোপের অন্ত্যোষ্টিক্রিয়া। প্রধান উপদেষ্টা এই সময় যোগ দিবেন এই শ্রদ্ধা নিবেদনের পর্বে। যেখানে প্রায় ১৩০ টি দেশের সরকার প্রধান সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

সর্বাধিক পঠিত


ভিডিও