যুক্তরাজ্য

৩০ এপ্রিল ২০২৫, ১৮:০৪
আরও খবর

ক্যান্সার যুদ্ধে নিজের অভিজ্ঞতা প্রকাশ করলেন রাজা চার্লস

11328_250327-king-charles-ew-505p-c6083f.jpg

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিজের ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা প্রথমবারের মতো সরাসরি প্রকাশ করলেন। সম্প্রতি বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত Community Based Cancer Support Reception-এ এক আবেগঘন ভাষণে তিনি এই প্রসঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে রাজা চার্লস ও রানি ক্যমিলা ক্যান্সার রোগীদের সহায়তায় নিয়োজিত চিকিৎসক, গবেষক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান বক্তব্যে রাজা বলেন,
“আমি নিজেও সেই পরিসংখ্যানের একজন, তাই জানি এই অভিজ্ঞতা কীভাবে মানবিকতার সেরা রূপটি সামনে আনে।”

তিনি জানান, যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে ৩,৯০,০০০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, অর্থাৎ প্রতিদিন ১,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়।

রাজা চার্লস ব্যাখ্যা করেন, কীভাবে ক্যান্সারের অভিজ্ঞতা তাঁর মনে মানুষের প্রতি সহানুভূতির নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

তিনি বলেন, “রোগের অন্ধকার সময়গুলোও কখনো কখনো মানুষের অসীম সহানুভূতিতে আলোকিত হয়। বিশেষজ্ঞ নার্সের বোঝানো কথাগুলো, স্বেচ্ছাসেবকের ধরা হাত, কিংবা সহায়তা গোষ্ঠীর একসাথে থাকার মুহূর্তগুলো রোগীদের একত্রিত করে একটি সহানুভূতির কমিউনিটিতে।”

তিনি সকল ক্যান্সার চিকিৎসক ও সহায়তাকারী সংগঠনের প্রতি রাজপরিবারের পক্ষ থেকে "গভীরতম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা" জানান।

ভবিষ্যতে যাঁরা ক্যান্সারে আক্রান্ত হবেন, তাঁদের উদ্দেশে রাজা চার্লস এক অনুপ্রেরণাদায়ক বার্তা দেন। তিনি প্রয়াত ক্যান্সার যোদ্ধা ডেম ডেবোরা জেমসের বিখ্যাত উক্তি তুলে ধরেন, “একটি উপভোগ্য জীবন খুঁজে নিন; ঝুঁকি নিতে ভয় পাবেন না; গভীরভাবে ভালোবাসুন; আফসোস রাখবেন না; এবং সব সময়, সব সময় আশাবাদী হোন।”

ডেবোরার বাবা-মাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজা তাঁর কথা উল্লেখ করে বলেন, “তাঁর জীবনযাপন আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক, সুস্থতায় হোক কিংবা অসুস্থতায়।”

রাজা চার্লস তাঁর বক্তব্য শেষ করেন একটি আন্তরিক ধন্যবাদ দিয়ে:
“আমি আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।”

রাজপরিবারের এই মানবিক বার্তা গোটা ব্রিটেন তথা বিশ্বজুড়ে ক্যান্সার রোগীদের জন্য এক সাহসী বার্তা হয়ে উঠেছে — রোগের অন্ধকারেও মানুষই হতে পারে একে অপরের আলো।

সূত্র: GB News

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও