খেলাধুলা

রিয়ালের সঙ্গে সমাঝোতা, অবশেষে আনচেলত্তিকে পাচ্ছে ব্রাজিল!

11335_IMG_7271.jpeg

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরে কোপা দেল রের শিরোপা হাতছাড়া হওয়া; রিয়াল মাদ্রিদের এমন শোচনীয় অবস্থা দেখে অন্তত খুশিই হয়েছিল ব্রাজিল ভক্তরা। আশায় বুক বেঁধেছিল রিয়াল থেকে কোচ কার্লো আনচেলত্তির বরখাস্ত হওয়ার। কেননা, তাতেই যে ব্রাজিলের কোচ হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়েছিল ইতালিয়ান খ্যাতনামা এই কোচের।

তবে শেষ পর্যন্ত সেখানে বাধ সাধেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আনচেলত্তিকে বরখাস্ত না করে দায়িত্বে বহাল রেখেছেন। আর সেটা অব্যাহত থাকলে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকতে হবে আনচেলত্তিকে। ফলে না পাওয়ার বেদনায় পুড়তে হবে ব্রাজিলকে। তবে এরমধ্যে আশার কথা হচ্ছে, রিয়ালের সঙ্গে সমাঝোতায় যাচ্ছে ব্রাজিল। আর সেটি হলে অবশেষে আনচেলত্তিকে পাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে ব্রাজিলের।

 

অবশ্য এর মধ্যে আছে যদি কিন্তুর হিসেব। আগেও দুদফা আনচেলত্তিকে না পাওয়ার হতাশার মধ্যে দিতে যেতে হয়েছে ব্রাজিলকে। ২০২২ কাতার বিশ্বকাপের পর প্রথম দফা, আর দ্বিতীয় দফা ব্রাজিল ব্যর্থ হয়েছে কোপা আমেরিকার আগে। সে বার তো মৌখিকভাবে ব্রাজিলের কোচ হতে রাজিও হয়ে গিয়েছিলেন আনচেলত্তি। পরে শেষমেশ পেরেজের বাধায় ব্রাজিলকে না বলতে বাধ্য হন।

তবে ব্রাজিল এখনো হাল ছাড়েনি। ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নতুন করে আনচেলত্তিকে পেতে সময়সীমাও বেধে দিয়েছে সিবিএফ। আর সেই সময়সীমা লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা শেষ হওয়া পর্যন্ত। বর্তমানে লস ব্লাঙ্কোসরা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুইয়ে রয়েছে। ১১ মে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচেই রিয়ালের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যাবে। ব্রাজিল এরপর আরও কিছুদিন অপেক্ষা করতে চায় আনচেলত্তির জন্য।

সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে। তাই তার আগেই কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ব্রাজিল।

এদিকে রিয়ালের সঙ্গে চুক্তি ভেঙে ব্রাজিলে যেতে চান না আনচেলত্তি। তার আশা, রিয়াল তাকে বরখাস্ত করুক। তাতে চুক্তির পুরো অর্থই পাবেন তিনি। কেননা, স্প্যানিশ ক্লাবটি সাধারণত কোনো কোচকে বরখাস্তের পর চুক্তির বাকি সময়ের অর্থসহ ৬ মাসের ‘বিচ্ছেদজনিত প্যাকেজ’ বহন করে।

তবে অন্য একটি সূত্র বলছে, আনচেলত্তিকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে ব্রাজিল ও রিয়াল কর্তৃপক্ষ। আনচেলত্তি দায়িত্ব ছাড়লে রিয়াল ‍পুরো অর্থ না দিলেও পারিশ্রমিকের কিছু অংশ দিতে পারে, যা তারা সমন্বয় করবে ব্রাজিলের সঙ্গে।

এরপরও বিকল্প ভেবে রাখতে হচ্ছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত আনচেলত্তি আগের বারের মতো না বলে দিলে বিকল্প হিসেবে আল-হিলাল কোচ জর্জ জেসুস ও পালমেইরাসের আবেল পেরেইরার সঙ্গেও যোগাযোগ রাখছে ব্রাজিল।

সর্বাধিক পঠিত


ভিডিও