ইতালি

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আতিকুর রহমান রাসেল

11353_WhatsApp Image 2025-05-04 at 12.16.42 PM.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সম্মানিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল সাংগঠনিক দক্ষতা সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ক্রিকেট ইতালি আয়োজিত ফাইনাল খেলার অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করেন‌ আয়োজক ইমন রহমান।

রোববার রাজধানীর রোমে বাংলাদেশ ক্রিকেট ইতালি আয়োজিত এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজক ইমন রহমানের‌ পরিচালনায় রোমের আঞ্চলিক, সামাজিক রাজনৈতিক, ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রোমে বিভিন্ন সংগঠনে, ব্যাবসায়ীরা মানবিক কাজের সহযোগিতায় লক্ষ্যে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

আতিকুর রহমান রাসেল বলেন সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে সনদপত্র ও সম্মাননা স্বারক প্রদান করায় আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের পুরস্কার আমার ভাল কাজের গতিকে আরও বেশি অনুপ্রানিত করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন আমাকে বিশেষ সম্মাননা সনদ ও স্বারক প্রদান করায় বাংলাদেশ ক্রিকেট ইতালি কে ধন্যবাদ ও‌ কৃতজ্ঞতা প্রকাশ করছি।  রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সমাজ সেবায় আরও অধিকতর আত্বনিয়োগ করে মানুষের কল্যাণে যেন সর্ব্দা কাজ করতে পারি এইজন্য দলীয় প্রিয় সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উপদেষ্টা শাহ্ মোঃ তাইফুর রহমান ছোটন, সভাপতি অলি উদ্দিন শামীম, সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান, লায়লা শাহ্,  শাহীন খলিল কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, জিয়াউল হোসেন জিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন, সহ কোষাধ্যক্ষ আমিনুল‌ ইসলাম রাসেল সহ রোমে বিভিন্ন সংগঠনের‌ শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত


ভিডিও