গত সোমবার সন্ধ্যায় ডেগেনহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মসজিদ কমিটির পক্ষে এক মত বিনিময় সভায় যোগ দেন। মসজিদ কমিটির চেয়ারম্যান ছানাওর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির পক্ষে ধর্ম বিষয়ক সেক্রেটারী শেখ ফারুক আহমেদ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির ফাউন্ডার ও এলবি২৪ টিভির হেড অব নিউজ মিছবাহ জামাল ও বৃটিশ পার্লামেন্টের আগামি নির্বাচনে লিবডেম দলীয় সম্ভাব্য এমপি প্রার্থী বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন।
উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান সানওয়ার মিয়া শওকত, জয়েন্ট সেক্রেটারি শাহিন শিকদার,ট্রেজারার ময়না মিয়া, এডুকেশন সেক্রেটারি আব্দুর রহিম বেগ, জামিলুর রহমান, আব্দুল ওয়াদুদ, কামরান আহমেদ, আজিজু্র রহমান,আব্দুর রকিব চৌধুরী, আহমদ হোসেন, এছাড়াও শাহি ঈদগাহ এর অনেক সদস্য উপস্হিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শাকিল আহমদ।
সভায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মসজিদ কমিটির পক্ষে সদস্যরা।
সাবেক মেয়র সিলেট শহরের নয়াসড়ক মসজিদের আওলাদে রসুল হযরত হোসেন আহমদ মাদানী, হযরত আসআদ মাদানি ও পরিবারের ঐতিহাসিক স্মৃতি তুলে ধরে মসজিদে মেহরাব স্হাপনের জন্য আর্থিক সহযোগিতার কথা তুলে ধরলে মসজিদ কমিটির পক্ষে সর্বাত্মক আর্থিক সহযোগিতার কথা বিস্তারিত বললে কমিটির পক্ষে একটা ফান্ড সংগ্রহ করার কথাও উল্লেখ করেন সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন জুনেদ খান।।। পরিশেষে আরিফুল হক চৌধুরী মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।।