টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র অফিসের প্রধান কর্মকর্তা এবং সাবেক কেবিনেট মেম্বার আলিবর চৌধুরী’র পিতা আবিদ মিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।মৃত্যু কালে মরহুম আবিদ চৌধুরী স্ত্রী, সন্তান নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আশির দশকে তিনি ছিলেন স্টেপটি শাহজালাল মসজিদের ফাউন্ডিং চেয়ার। তার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর একই মসজিদ তথা স্টেপটি শাহাজালাল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মেনর পার্ক রমফড রোডের কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার গ্রামের বাড়ি সিলেটের নবীগঞ্জ উপজেলায়।
টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফর রহমান আবিদ মিয়া চৌধুরী’র ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।