রাজনীতি

ডার্বির লয়েডস ব্যাংকে ছুরিকাঘাতে নিহত রেস্তোরাঁ মালিক, গুরুবিন্দর সিং জোহাল

11373_SEI_250290915-e1b5.jpg.jpg

ইংল্যান্ডের ডার্বি শহরে লয়েডস ব্যাংকের এক শাখায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন গুরুবিন্দর সিং জোহাল নামে এক রেস্তোরাঁ মালিক। তিনি শহরের শেল্টন লকে অবস্থিত ‘হেন অ্যান্ড চিকেনস বার অ্যান্ড গ্রিল’ রেস্তোরাঁটির মালিক ও ব্যবস্থাপক ছিলেন। বয়স হয়েছিল ৩০-এর কোঠায়।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পরে ডার্বি সিটি সেন্টারে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর দুইজনকে আটক করা হয়েছে।

গুরুবিন্দরের ঘনিষ্ঠ বন্ধু ও লিবারেল ডেমোক্র্যাট কাউন্সিলর অজিত আতওয়াল বলেন, “আজ ডার্বির জন্য এক শোকাবহ দিন। তিনি ছিলেন একজন কঠোর পরিশ্রমী ও পরিবারকেন্দ্রিক মানুষ। কীভাবে এমন কিছু ঘটল, কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ভয়াবহ কিছু হয়েছে। তিনি ছিলেন বিনয়ী, শান্ত স্বভাবের ও সবার পাশে দাঁড়ানো একজন মানুষ।”

তিনি আরও বলেন, “তার পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না, কী ঘটেছে। এটি একেবারে নিরর্থক এবং দুঃখজনক ঘটনা।”

পুলিশ জানিয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি, তবে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেন্ট পিটার্স স্ট্রিট, যেটি শহরের অন্যতম ব্যস্ত কেনাকাটার এলাকা, তা পুরোপুরি বন্ধ ও কর্ডন করে রাখা হয়েছে।

ঘটনার সময় শহরের কেন্দ্রস্থলে থাকা মার্ক হেগ (৫৫) বলেন, “আমি ভয়ের চিৎকার শুনতে পাচ্ছিলাম। এটা ছিল কানে বিঁধে যাওয়ার মতো চিৎকার। একেবারে অবিশ্বাস্য ছিল দৃশ্যটা। দিনের আলোয় এমন ঘটনা! পুলিশ ও প্যারামেডিকরা সঙ্গে সঙ্গেই এসে যায়।”

পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে ডার্বির নরম্যান্টনের ওয়েস্টার্ন রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০-এর কোঠার এক পুরুষকে হত্যা সন্দেহে এবং ৩০-এর কোঠার আরেকজনকে অপরাধে সহায়তার অভিযোগে আটক করা হয়েছে। দু’জনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

লয়েডস ব্যাংকের এক মুখপাত্র বলেন, “ডার্বি শাখায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি এবং তদন্তে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।”

ডার্বির দুই এমপি ব্যাগি শ্যাঙ্কার ও ক্যাথরিন অ্যাটকিনসন এক যৌথ বিবৃতিতে বলেন, “এটি এক চরম মর্মান্তিক ও হতবাক করে দেওয়া ঘটনা। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও যেসব মানুষ এতে প্রভাবিত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। সহিংসতার কোনো স্থান আমাদের সমাজে নেই।”

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ডার্বির স্পনডন ও ওকউড ওয়ার্ডের কাউন্সিলররা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “এই ঘটনা আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। একজন তরুণ মানুষ, প্রতিদিনের মতো নিজের কাজ করছিলেন, হঠাৎ করেই একটি ব্যাংকে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হলেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

অ্যালেস্ট্রি ওয়ার্ডের কাউন্সিলর স্টিভ হ্যাসেল নিজের ফেসবুকে লেখেন, “এই মানুষটির পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহানুভূতি রইল। আমাদের শহরে এমন ঘটনা বারবার ঘটছে – আর কতবার পুলিশকে বলতে হবে, শহর কেন্দ্রে আরও নিরাপত্তার প্রয়োজন?”

তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ইনস্পেক্টর টনি ওয়েন বলেন, “আমরা বুঝতে পারি, এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আমাদের টিম সেখানে থাকবে এবং যাদের কোনো প্রশ্ন বা উদ্বেগ আছে, তাদের আমরা কথা বলার আহ্বান জানাচ্ছি।”

“আমরা এটিকে আপাতত একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি এবং কেউ আর এতে আহত হননি। কেউ যদি কোনো তথ্য জানেন, দয়া করে তা আমাদের জানাতে দেরি করবেন না।”

সর্বাধিক পঠিত


ভিডিও