রাশিয়া ইরানের পাশে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে “স্পষ্ট ও সুস্পষ্ট অবস্থান” নিয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ মঙ্গলবার বলেন, “আমরা আগেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি – এই ধরনের আক্রমণ অনাকাঙ্ক্ষিত ও অস্থিতিশীলতা সৃষ্টি করে। আমরা এটি নিন্দা করেছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছি।”
যুদ্ধ পরিস্থিতি ও পারমাণবিক স্থাপনায় হামলা
সম্প্রতি ইরানে বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনার উপর লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এসব হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। পেস্কভ জানান, হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি এবং রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রাশিয়া-ইরান কৌশলগত সম্পর্ক
এ বছর জানুয়ারিতে মস্কো ও তেহরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও এতে সরাসরি কোনো সামরিক প্রতিরক্ষা চুক্তির উল্লেখ নেই, তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত গভীর হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচী বলেন, “রাশিয়ার এই নির্ভরযোগ্য সমর্থন আমাদের আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শান্তির পক্ষে রাশিয়া
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় সাময়িক একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রাশিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা জোরদার করার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল আরাবিয়া ইংলিশ