মোহাম্মাদ নুরুল আমিন: বাংলাদেশী বংশদ্ভূত একমাত্র স্কটিশ এমপি ফয়সল চৌধুরী এমবিই (এমএসপি) এর আমন্ত্রণে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে'র ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ২৬শে জুন বৃহস্পতিবার স্কটল্যান্ড পার্লামেন্ট পরিদর্শন করেন।পার্লামেন্ট কক্ষে ফয়সল আহমদ চৌধুরী এম এস পি-র সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের প্রতিনিধি দলের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কটল্যান্ড লেবার পার্টি প্রদান আনসার সারওয়ার এমএসপি।সভায় নর্থ বাংলা প্রেসক্লাবকে স্কটল্যান্ড পার্লামেন্টের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ফয়সল চৌধুরী নর্থ বাংলা প্রেসক্লাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বৃটেনের রাজনীতিতে নতুন প্রজন্মদের এগিয়ে এসে সক্রিয় ভূমিকা রাখার জন্য এমপি মহোদয় তার বক্তব্যে উল্লেখ করেন। নর্থ বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ যুক্তরাজ্যের নর্থে সাংবাদিকতায় সততা,নিষ্ঠা ও আন্তরিকতা সাথে কাজ করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
প্রতিনিধি দলের সাথে ছিলেন নর্থ বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হুসাইন, সেক্রেটারি জেনারেল নুরুল আমিন তারেক, মুক্তবাংলা চ্যানেলের সিইও সাংবাদিক সাওয়ার হোসাইন,নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সহ সভাপতি গোলাম আকবর চৌধুরী , কোষাধ্যক্ষ মাহমুদ হাসান মিলন, মো: সাবের আহমেদ, আব্দুল মোমিন ফাহিম,এনআরডি সিইও মিডিয়া ব্যক্তিত্ব নাজিরুল ইসলাম খান, আশরাফুল আলম, সাইফুল ইসলাম, কামাল হুসেন, সারওয়ার হুসাইন, সাইফুল ইসলাম সাইফ, হুমায়ুন আহমেদ, জামান চৌধুরী, ইউনুস বিন আফসার, রিয়াদুল আমিন রাহাত, শাহরিয়ার ইসলাম ও আরিফ হুসাইন প্রমুখ ।
এ সময় কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আজীবন সদস্য ও স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাব এর কো- অউনার ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রজিউর রহমান মোর্তজা, বিশিষ্ট ব্যবসায়ী ও নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আজীবন সদস্য মাহতাসিন আলী মুক্তাদির, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ আজাদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রকিব, তরুণ সংগঠক ও ব্যবসায়ী নোমান চৌধুরী, সুফিয়ান মাহমুদ প্রমুখ।
পরিদর্শন কালে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের প্রতিনিধি দল সংসদ অধিবেশনে যোগদান করেন। পরে ফয়সল চৌধুরী ও তার পি এস নর্থ বাংলা প্রেসক্লাব প্রতিনিধি দলকে স্কটিশ পার্লামেন্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখান।
ফয়সল চৌধুরী এমএসপি বলেন সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীরা আমাদের কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে কমিউনিটির মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমাদেরকে স্ব-স্ব অবস্থানে কৃতিত্বের সাক্ষর রাখার জন্য আহবান জানান।