যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি ধনী বিনিয়োগকারীদের দল টিকটক কিনতে প্রস্তুত রয়েছে। এই জনপ্রিয় ভিডিও-ভিত্তিক অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগ থাকায় এটি বিক্রির নির্দেশ দিয়েছে মার্কিন কংগ্রেস।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন:
“আমার কাছে কিছু খুব ধনী লোক আছে যারা এটি কিনতে চায়। দুই সপ্তাহের মধ্যে জানাব।”
টিকটকের মূল কোম্পানি চীনা মালিকানাধীন বাইটডান্স (ByteDance)। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র একটি আইন পাশ করে, যাতে বলা হয় টিকটক বিক্রি না করলে এটি দেশে নিষিদ্ধ করা হবে। যদিও টিকটক ও চীন উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে যে মার্কিন ব্যবহারকারীদের ডেটা সরকারকে দেওয়া হতে পারে।
ট্রাম্প তাঁর প্রথম দায়িত্বকালীন সময়ে টিকটকের সমালোচক ছিলেন, তবে ২০২৪ সালের নির্বাচনে যুব সমাজের কাছে অ্যাপটির ভূমিকা দেখে তিনি এখন টিকটক চালু রাখার পক্ষেই মত দিচ্ছেন — তবে শর্ত, এটি আমেরিকান মালিকানায় থাকতে হবে।
টিকটক বিক্রির সময়সীমা তৃতীয়বারের মতো পিছিয়েছেন ট্রাম্প, এবং নতুন সময়সীমা ঠিক করা হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৫। তবে বিক্রির জন্য এখনো চীনের সরকারের অনুমতি প্রয়োজন।
ট্রাম্প আশাবাদী যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই চুক্তি অনুমোদন দেবেন।
“আমার মনে হয় উনি এটি করবেন,” — মন্তব্য করেন ট্রাম্প।
টিকটক ইতোমধ্যে মার্কিন সুপ্রিম কোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করে হেরে গেছে।
এর আগে একটি সম্ভাব্য বিক্রয় চুক্তি ভেঙে যায় ২০২৫ সালের এপ্রিল মাসে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক সংক্রান্ত উত্তেজনা বৃদ্ধি পায়। ট্রাম্প যে নতুন ক্রেতাদের কথা বলছেন, তারা আগের সেই চুক্তির সঙ্গে জড়িত কি না — সেটি এখনো স্পষ্ট নয়।
টিকটক এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।