সিলেট

শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

11702_WhatsApp Image 2025-08-18 at 3.10.08 PM.jpeg

মৌলভীবাজারের কমলগঞ্জের নব‍্য চালু হওয়া শমশেরনগর হাসপাতাল -এ দিনবয়াপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ঐ প্রতিষ্ঠানের 
চিকিৎসকরা সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।

ইংল্যান্ড ভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড এর সহায়তা ও শমশেরনগর হাসপাতালের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের জন‍্য আগে থেকেই নিবন্ধন করে কমলগঞ্জ, কুলাউড়া  ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সেবা গ্রহণ করে। শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, গত ২ দিন বিভিন্ন এলাকায় প্রচারণা করলে রোগীরা আগে থেকেই নিবন্ধন করে আজ সোমবার শমশেরনগর হাসপাতাল এসে চিকিৎসা সেবা গ্রহণ করে। আগত রোগীরা এসে স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার আব্দুল মানান,ডাক্তার ইমরান আহমেদ ও ডাক্তার মোজাহের হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক আগত রোগীদের সেবা প্রদান করা হয়। ডাক্তারদের সহযোগীরা ছিলেন শুকুর মাহমুদ,সুমন মিয়া,মিলিয়া বেগম,সুজন ও মোস্তাকিম মিয়া।

ডাক্তার মোজাহের হোসেন বলেন, খুবই সুন্দর পরিবেশে ও ভালো ব্যবস্থাপনায় ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।  এর থেকে ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে বিনামূল্যে  অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও