যুক্তরাজ্য

২৭ আগস্ট ২০২৫, ১৩:০৮
আরও খবর

লন্ডনে মর্মান্তিক ঘটনা: গৃহহীন ব্যক্তিকে আশ্রয় দেওয়ায় তিন সন্তানের জননীকে হাতুড়ি দিয়ে হত্যা

11754_ep.jpg

লন্ডনের হ্যামারস্মিথে এক মা তার বাড়িতে আশ্রয় দেওয়া গৃহহীন ব্যক্তির হাতে নির্মমভাবে খুন হয়েছেন। নিহতের নাম ভিক্টোরিয়া অ্যাডামস (৩৭), তিন সন্তানের জননী।

পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে কুল্টার রোডের একটি ফ্ল্যাট থেকে অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে উদ্বিগ্ন হয়ে জরুরি সেবা ডাকে।

আদালতে জানা যায়, অভিযুক্ত আপাপালে আদৌম (৩৯) আগে একটি হোমলেস শেল্টারে থাকতেন। ৬ ফেব্রুয়ারি অ্যাডামসের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি তাকে নিজের ফ্ল্যাটে থাকতে দেন। তবে কিছুদিনের মধ্যে অ্যাডামস হাতে লেখা একটি নোট দিয়ে তাকে বাড়ি ছাড়ার অনুরোধ জানান।

কিন্তু ৯ ফেব্রুয়ারি ভয়াবহ ঘটনাটি ঘটে। আদৌম একটি ম্যালেট (হাতুড়ি জাতীয় ভারী বস্তু) দিয়ে অ্যাডামসের মাথায় অন্তত দশবার আঘাত করেন। পরে তার মরদেহ শোবার ঘরে উল্টো করে পড়ে থাকতে দেখা যায়। মাথায় একটি কালো প্লাস্টিক ব্যাগ ও তার উপর একটি বালিশ চাপা দেওয়া ছিল।

বিচারক নাইজেল লিকলি জানান, ঘটনার পর অভিযুক্ত কিছু হাতের লেখা নোটও রেখে গিয়েছিল। ভিক্টোরিয়া অ্যাডামস নেশাগ্রস্ত থাকায় তাকে ‘অসুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ’ অবস্থায় বিবেচনা করা হতো। জানা যায়, তিনি অতীতেও বেশ কয়েকজন গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছিলেন।

আদৌম আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। বিচারক বলেন, “হত্যার জন্য একমাত্র সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, এবং আমি তাই প্রদান করব।”

রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও