যুক্তরাজ্য

২৭ আগস্ট ২০২৫, ১৮:০৮
আরও খবর

যুক্তরাজ্যের প্রতীকী লাল ডাকবাক্সে বড় পরিবর্তন: সোলার প্যানেলযুক্ত পোস্টবক্স চালু করছে রয়্যাল মেইল

11758_93ead1e0-9e1d-47d6-878b-c251cdfdcaeb.jpg

যুক্তরাজ্যের প্রতীকী লাল ডাকবাক্সে আসছে বড় ধরনের পরিবর্তন। ১৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রয়্যাল মেইল ঘোষণা করেছে যে তারা সারা দেশে সোলার প্যানেলযুক্ত আধুনিক ডাকবাক্স চালু করবে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৩,৫০০টি নতুন পোস্টবক্স স্থাপন করা হবে। প্রতিটি ডাকবাক্সে থাকবে সোলার প্যানেল এবং আধুনিক প্রযুক্তি, যা শুধু ডাক সংগ্রহ নয়, বরং পার্সেল ট্র্যাকিং এবং বিভিন্ন ডিজিটাল সুবিধাও প্রদান করবে।

রয়্যাল মেইল জানিয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ডাকসেবা আরও পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করে তোলা। সোলার প্যানেল ডাকবাক্সগুলো দিনের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, যা প্রয়োজনীয় ফিচার চালাতে ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “এটি আমাদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। মানুষ যেভাবে যোগাযোগ ও পণ্য পাঠায়, তা বদলেছে। তাই আমাদের সেবাতেও পরিবর্তন আনা জরুরি।”

নতুন এই ডাকবাক্সগুলোকে ঘিরে জনমনে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, এই পরিবর্তন ডাকসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। ঐতিহ্যবাহী লাল পোস্টবক্সের আকৃতি ও পরিচিতি বজায় রেখেই এতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থা। ধাপে ধাপে সারা দেশে এগুলো চালু হলে নতুন প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি যুক্তরাজ্যের ডাকসেবার একটি নতুন যুগ শুরু হবে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও