
টাওয়ার হ্যামলেটসের ব্রোমলি-বাই-বো এলাকার স্ট্রাউডলি ওয়াকে সাশ্রয়ী, পরিবার-বান্ধব এবং অটিজম-সহায়ক বিপুল সংখ্যক নতুন বাড়ি নির্মান করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে এবং সোশ্যাল রেন্টের প্রায় ৫২টি ঘরে নতুন ভাড়াটেরা এরই মধ্যে উঠেছেন।
নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। এসময় তার সাথে ছিলেন কেবিনেট মেম্বার ফর রিজেনারেশন, কাউন্সিলর কবির আহমদ, পপলার হারকার চিফ এক্সিকিউটিভ স্টিভ স্ট্রাইড, স্থানীয় কাউন্সিলর, অংশীদার সংস্থা ও স্থানীয় বাসিন্দারা।
এই প্রকল্পে ৮২টি লন্ডন অ্যাফোর্ডেবল ও ৩৩টি শেয়ার্ড ওনারশিপ মিলিয়ে ১১৫টি ফ্লাট আছে সাশ্রয়ী ভাড়ার আওতায়। আগামী বছরের মার্চ বা এপ্রিলে এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে মোট ২৭৪টি নতুন ঘর সরবরাহ নিশ্চিত হবে।
এই উন্নয়ন প্রকল্পটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, পপলার হারকা, মিউজ এবং ম্যাকএলার অ্যান্ড রাশ - এর সফল পার্টনারশিপে সম্পন্ন হচ্ছে। বিশেষভাবে অটিজমে আক্রান্ত পরিবারগুলোর চাহিদার কথা মাথায় রেখে নতুন বাড়িগুলোর নকশা করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিজস্ব ‘অটিজম-বান্ধব হোম ডিজাইন গাইড’ এই প্রকল্পে প্রথমবারের মতো বাস্তবে রূপ পেয়েছে, যা লোকাল প্ল্যান বা স্থানীয় পরিকল্পনায় একটি নতুন মাত্রা যোগ করল।
অনুষ্ঠানের শুরুতে মেয়র নবনির্মিত বাড়িতে ওঠা প্রথম দুটি পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর একটি অটিজম-সহায়ক বাড়ি পরিদর্শন শেষে এর বৈশিষ্ট্যের প্রশংসা করেন।পরে অতিথিরা নিকটস্থ ব্রোমলি-বাই-বো চার্চে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই প্রকল্প কেবল নতুন ভবনের উদ্বোধন নয় - এটি নতুন সুযোগ, স্বাচ্ছন্দ্য ও সম্প্রতির দরজা খুলে দেওয়ার প্রতীক। স্ট্রাউডলি ওয়াকের অটিজম-সহায়ক বাসস্থানগুলো আমাদের ‘ইনক্লুসিভ হাউজিং’ এর প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ।”
কেবিনেট মেম্বার ফর রিজেনারেশন, কাউন্সিলর কবির আহমদ বলেন, “এই অটিজম-বান্ধব নকশা গাইড তৈরি করে কাউন্সিল একটি সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। স্ট্রাউডলি ওয়াকে এটি বাস্তবে রূপ দেওয়া আমাদের লোকাল প্ল্যানের একটি অঙ্গীকার পূরণ। আমরা চাই আমাদের বারার প্রতিটি পরিবারই নিরাপদ ও আরামদায়ক বাসস্থান পাক।”
পপলার হারকার একজন মুখপাত্র যোগ করেন, “আমরা গর্বিত যে এই বাড়িগুলো এখন বাস্তবে রূপ নিয়েছে। মানুষের কথা শুনে, তাদের প্রয়োজন অনুযায়ী জায়গা তৈরি করাই আমাদের রিজেনারেশন কাজের মূল লক্ষ্য। স্ট্রাউডলি ওয়াক প্রকল্প তারই ফলাফল।”
এতে আরো থাকছে, একটি কমিউনিটি হাব, নতুন সবুজ এলাকা ও উন্মুক্ত স্থান ।
এই রূপান্তরমূলক উদ্যোগ ব্রোমলি-বাই-বো এলাকাকে নতুন প্রাণ দেবে, তৈরি করবে একটি আধুনিক, প্রাণবন্ত ও টেকসই কমিউনিটি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উন্নয়ন ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে।