যুক্তরাজ্য

১ নভেম্বর ২০২৫, ২০:১১
আরও খবর

মোটরওয়েতে বিড়ালছানার উপদ্রবে বিপদে গাড়ি চালকরা

12484_5593cdc0-b74d-11f0-92af-41f9e45019bf.jpeg

যুক্তরাজ্যের সাউদাম্পটনের কাছে এম২৭ মোটরওয়েতে দুইটি বিড়ালছানা ধরতে গাড়ি থামিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিলেন বেশ কয়েকজন চালক। বিষয়টি নিয়ে সতর্কতা জানিয়েছে ন্যাশনাল হাইওয়েজ কর্তৃপক্ষ।

গত ১৫ অক্টোবর মোটরওয়ের হার্ডশোল্ডারে ঘুরে বেড়ানো বিড়ালছানাদের ধরার চেষ্টায় কয়েকজন চালক গাড়ি থামালে বিপদের আশঙ্কা তৈরি হয়। কর্মকর্তারা জানান, দ্রুতগামী সড়কে এ ধরনের আচরণ নিজের এবং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলে।

কর্মকর্তারা পাঁচ দিন চেষ্টা চালিয়ে খাবারের লোভে প্রলুব্ধ করা ফাঁদ ও সিসিটিভি নজরদারির মাধ্যমে দুই বিড়ালছানাকে ধরতে সক্ষম হন। প্রাণী সুরক্ষাবিষয়ক সংগঠন ক্যাটস প্রোটেকশন উদ্ধারকাজে সহায়তা করেছে।

দুই দিনের মধ্যেই কালো–সাদা বিড়ালছানাটি ফাঁদে ধরা পড়ে। পরে আরও তিন দিন পর ধরা হয় কমলা রঙের অপর বিড়ালছানাকে।

ট্রাফিক কর্মকর্তা ক্যারেন রিড বলেন, “দক্ষিণ-পূর্ব আঞ্চলিক অপারেশন সেন্টারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা দিনরাত ক্যামেরা পর্যবেক্ষণ করেছেন ও প্রতিটি আপডেট দিয়েছেন।” তিনি আরও বলেন, দ্রুতগতির সড়কে কোনো পশু দেখলে নিজে বিপদে না গিয়ে কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত।

পরবর্তীতে বিড়ালছানা দুটিকে দত্তক নিয়েছেন রিড এবং তার এক সহকর্মী।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও