
বাংলাদেশ নারী ক্রিকেটে ফের শুরু হয়েছে বিতর্কের ঝড়। সাবেক তারকা পেসার জাহানারা আলমের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ্য করে নানা অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেটমহলে।
এরই মধ্যে জাহানারার বক্তব্যের জবাব দিয়েছেন জ্যোতি নিজেই। বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, দল ও সতীর্থদের প্রতি নেতিবাচক মন্তব্য দেখে তিনি হতবাক।
জ্যোতি লিখেছেন, ‘চুপ আছি মানে এই নয়, বলার কিছু নেই। দলটা আমাদের সবার। এখন যখন বাংলাদেশ নারী দল সবচেয়ে ভালো সময় পার করছে, তখন এমন নেতিবাচক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ আর ক্ষোভ প্রকাশ দেখে কষ্ট লাগে। যারা একসময় এই দলকে গড়ে তুলেছেন, তারাই যদি এমন করেন- তা সত্যিই দুঃখজনক।’
তিনি আরও লেখেন, ‘যখন কেউ দলে জায়গা হারান বা অফ ফর্মে থাকেন, তখন থেকেই দলের সব কিছুই তাদের কাছে খারাপ মনে হতে শুরু করে। অথচ যারা এই দল ও এর সদস্যদের প্রতি আস্থা রাখছেন, তারাই সত্যিকারের শ্রদ্ধার দাবিদার। কিছু গুজব বা মন্তব্য সাময়িক আলোচনার জন্ম দিতে পারে, কিন্তু সেটি স্থায়ী প্রভাব ফেলবে না বলে আশা করি।’
এর আগে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ, জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। তার মন্তব্যে তোলপাড় শুরু হয় নারী ক্রিকেট অঙ্গনে।
পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহানারার উত্থাপিত অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য’ বলে উল্লেখ করে। বোর্ড জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং দলের ঐক্য নষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।