
ইংল্যান্ডে হাতের দীর্ঘস্থায়ী একজিমায় ভোগা ৬২ হাজারেরও বেশি মানুষ নতুন অনুমোদিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে উপকৃত হতে পারেন। ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স (নাইস) ডেলগোসিটিনিব নামের (বাণিজ্যিক নাম অ্যানজুপগো) একটি ক্রিম ব্যবহারে সম্মতি দিয়েছে, যা উদ্ভাবন করেছে লিও ফার্মা। এই চিকিৎসা এনএইচএসের ব্যয়ও লক্ষাধিক পাউন্ড সাশ্রয়ে সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেলগোসিটিনিব মূলত প্রাপ্তবয়স্কদের মাঝারি থেকে গুরুতর দীর্ঘস্থায়ী হাতের একজিমায় ব্যবহৃত হবে। এ রোগে হাত অত্যন্ত শুষ্ক, ফাটা, বেদনাদায়ক ও চুলকানিময় হয়ে ওঠে, ফলে দৈনন্দিন কাজ-কর্ম ব্যাহত হয়। বিশেষ করে যারা বহিরাঙ্গনে কাজ করেন বা স্বাস্থ্যসেবায় নিয়োজিত এবং যাদের ঘন ঘন হাত ধোয়ার প্রয়োজন হয়, তাদের জন্য পরিস্থিতি আরও জটিল।
ক্রিমটি ঘরে বসেই হাতে ও কব্জির আক্রান্ত স্থানে দিনে দুইবার প্রয়োগ করা যাবে। নাইস জানিয়েছে, বিশেষ করে যেসব রোগীর চিকিৎসার ক্ষেত্রে বিকল্প কম বা স্টেরয়েডযুক্ত ক্রিম কার্যকর নয় বা ব্যবহার অনুপযুক্ত, তাদের জন্য এটি প্রস্তাব করা উচিত।
বর্তমান চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে আল্ট্রাভায়োলেট লাইট থেরাপি, যা নিয়মিত হাসপাতাল ভিজিটের ওপর নির্ভরশীল, অথবা রেটিনয়েড ওষুধ, যা মাথা ঘোরা, চোখ-মুখ শুকিয়ে যাওয়া, চুল পড়া, রক্তস্বল্পতা ও চোখের সংক্রমণের মতো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
নাইসের মূল্যায়ন অনুযায়ী, ডেলগোসিটিনিব ব্যবহারের ফলে বারবার আউটপেশেন্ট চিকিৎসার চাপ কমবে এবং বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন এমন অন্যান্য রোগীর সেবা প্রদানে হাসপাতালের সক্ষমতা বাড়বে।
নতুন এই ক্রিম আগামী ৯০ দিনের মধ্যে এনএইচএসে ব্যবহারের জন্য উন্মুক্ত হবে।