সারা বিশ্ব

দিল্লির পর ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

12628_IMG_4801.jpeg

ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে বিস্ফোরণে নিহতের ঘটনার একদিন পার হতে না হতেই এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডনকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেন। 

আদালত চত্বরের এই ঘটনাকে ‌‌‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘এক সতর্কবার্তা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদিালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছে পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়।

সর্বাধিক পঠিত


ভিডিও