যুক্তরাজ্য

১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:১২
আরও খবর

ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারদের নিরাপদ আবাসনে অতিরিক্ত তহবিল ঘোষণা ব্রিটিশ সরকারের

13050_Screenshot 2025-12-15 at 1.09.59 pm.jpeg

ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নারী ও শিশুদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে স্থানীয় কাউন্সিলগুলোর জন্য অতিরিক্ত ১ কোটি ৯০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সহিংসতা প্রতিরোধে সরকারের ‘নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা’ (ভিএডব্লিউজি) কৌশলের অংশ হিসেবে এই তহবিল দেওয়া হচ্ছে।

সরকারি সূত্র জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে ভুক্তভোগীরা নিরাপদ আশ্রয় ও নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন। আগামী তিন বছরে সহায়তা কার্যক্রমের জন্য আগে থেকেই প্রতিশ্রুত ৪৮ কোটি পাউন্ডের পাশাপাশি এই তহবিল যুক্ত হবে। এর আওতায় আশ্রয়কেন্দ্র, স্যাংকচুয়ারি স্কিমসহ বিভিন্ন সেবার ব্যবস্থা করা হবে।

সরকার জানিয়েছে, ভিএডব্লিউজি পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আগামী এক দশকের মধ্যে এ ধরনের সহিংসতা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ চলতি সপ্তাহে ফৌজদারি বিচারব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিতে যাচ্ছেন।

এই অর্থায়নের একটি বড় অংশ, প্রায় ৫০ কোটি পাউন্ড, গৃহস্থালি সহিংসতার শিকারদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার আইনগত দায়িত্ব পালনে ব্যয় করা হবে। এই দায়িত্ব অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষকে ভুক্তভোগী ও তাদের সন্তানদের জন্য নিরাপদ আবাসন ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। এর মধ্যে গোপন স্থানে অবস্থিত আশ্রয়কেন্দ্রে থাকার সুযোগ, কিংবা নিজ বাড়িতে অবস্থানরতদের জন্য তালা পরিবর্তন, অ্যালার্ম বসানোসহ নিরাপত্তা জোরদারের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

হোমলেসনেস বিষয়ক মন্ত্রী অ্যালিসন ম্যাকগভর্ন বলেন, এই অর্থায়নের ফলে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপদ আবাসন ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তা নিশ্চিত করতে পারবে, যাতে প্রতিটি ভুক্তভোগী নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নতুনভাবে জীবন গড়ার সুযোগ পান।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও