যুক্তরাজ্য

৩১ ডিসেম্বর ২০২৫, ২০:১২
আরও খবর

বৃটেনের কার্ডিফে বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় দিবস পালিত; ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান

13335_WhatsApp Image 2025-12-31 at 8.17.08 PM-2.jpeg

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলস এর  রাজধানী কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে  সোমবার (২৯ ডিসেম্বর) দূপুরে  বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ওয়েলফেয়ার এর জেনারেল সেক্রেটারি সিনিয় সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড.বাবলিন মল্লিক, প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার জেসমিন চৌধুরী,আব্দুল মালিক, শেখ মোহাম্মদ আনোয়ার,গোলাম মতুজা,ফয়সল রহমান, বদর উদ্দিন চৌধুরী বাবর, আলহাজ্ব আনকার মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ মুজিব মিয়া,রায়হান আহমেদ,নজির উদ্দিন, আনসার মিয়া, দেওয়ান টুটুল চৌধুরী,আলমগীর আলম, শাহিদুল ইসলাম, সাজেল আহমেদ, সেবুল আলী ও সাংবাদিক আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

মহাণ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ তসলিম,  বক্তারা বলেন ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালীরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। দুঃখজনক হলেও সত্য, আজ একাত্তরের ইতিহাসকে ভূলুণ্ঠিত করার নানামুখী পায়তারা চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তাই, একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশে বিদেশে  সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।

পরিশেষে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বৃটেনের কার্ডিফ থেকে বদরুল মনসুর

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও