
চলমান মৌসুমে কোচ রুবেন অ্যামোরিমের অধীনে সুবিধা করতে পারছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি দলটি। এমন বাজে পারফরম্যান্সের কারণে শেষপর্যন্ত অ্যামোরিমকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে হয়েছে যে, পরিবর্তন আনার এখনই সঠিক সময়। এটি দলকে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্থানে থেকে সম্ভাব্য সেরা সুযোগ দেবে। ম্যানইউয়ে রুবেনের অবদানের ধন্যবাদ জানাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা। ২০২৪ সালের নভেম্বরে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করার পর অ্যামোরিমকে কোচিংয়ের দায়িত্ব দেয় ম্যানইউ। এই ১৪ মাসে ৬৩টি ম্যাচে মাত্র ২৪ ম্যাচে জয় পেয়েছে রেড ডেভিলসরা। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় মাত্র ১৫টিতে।
চলমান মৌসুমে ইপিএলে ২০ ম্যাচে ৮টি জয়, ৭টি ম্যাচে ড্র ও ৫ ম্যাচে হার নিয়ে ম্যানইউয়ের অর্জন ৩১ পয়েন্ট।
শেষ পাঁচম্যাচের একটিতেও জয় পায়নি তারা। এতে করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে দলটি।
এদিকে, গতকাল সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন অ্যামোরিম। তিনি জানান, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন, তাদের ম্যানেজার হওয়ার জন্য, কোচ হওয়ার জন্য নয়। যা ম্যানইউ কর্তৃপক্ষকে আরও তাতিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
এর ওপর এমন নাজুক পারফরম্যান্সের কারণে শেষপর্যন্ত তাকে ছাঁটাইয়ের ঘোষণা এলো। অ্যামোরিমের বিদায়ে ম্যানইউয়ের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচে ইউনাইটেডের ডাগ আউটে দাঁড়াবেন ফ্লেচার।