যুক্তরাজ্য

LBC
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০১
আরও খবর

সুয়েলা ব্রাভারম্যান কনজারভেটিভ ছেড়ে রিফর্ম ইউকেতে যোগ দিলেন

13825_787495.jpeg

যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেতা সুয়েলা ব্রাভারম্যান দলত্যাগ করে নাইজেল ফ্যারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকেতে যোগ দিয়েছেন। সোমবার সাবেক সেনাসদস্যদের একটি সমাবেশে তিনি এই ঘোষণা দেন এবং বলেন, “মনে হচ্ছে আমি ঘরে ফিরে এসেছি।” এর আগে সাবেক কনজারভেটিভ নেতা রবার্ট জেনরিকও রিফর্ম ইউকেতে যোগ দেন, ফলে কনজারভেটিভ পার্টি থেকে একের পর এক শীর্ষ নেতার দলত্যাগের ধারা আরও স্পষ্ট হলো।

ফেয়ারহ্যাম ও ওয়াটারলুভিলের সংসদ সদস্য সুয়েলা ব্রাভারম্যান জানান, তিনি কনজারভেটিভ পার্টির হুইপ ও দলীয় সদস্যপদ, যার সঙ্গে তিনি ৩০ বছর যুক্ত ছিলেন, তাৎক্ষণিকভাবে ত্যাগ করেছেন। তাঁর ভাষায়, “আনুগত্য মানে সততা, আর সততা আমাকে বলতে বাধ্য করছে, আজ ব্রিটেন ভাঙনের পথে। দেশ অসুস্থ। অভিবাসন নিয়ন্ত্রণের বাইরে, জনসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তরুণরা ভালো ভবিষ্যতের খোঁজে দেশ ছাড়ছে।”

তিনি আরও বলেন, যুক্তরাজ্য আন্তর্জাতিক অঙ্গনে দুর্বল ও অপমানিত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং দেশ এখন একটি সন্ধিক্ষণে। “আমরা চাইলে এই পতনের পথেই এগোতে পারি, অথবা দেশকে ঠিক করে শক্তি ও মর্যাদা ফিরিয়ে আনতে পারি। আমি বিশ্বাস করি, একটি ভালো ব্রিটেন সম্ভব,” বলেন তিনি। এ কারণেই তিনি রিফর্ম ইউকেতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ব্রাভারম্যান নাইজেল ফ্যারাজকে যুক্তরাজ্যের রাজনীতিতে “একমাত্র সাহসী ও ধারাবাহিক নেতা” হিসেবে আখ্যা দেন। তিনি দাবি করেন, ইউরোপীয় মানবাধিকার সনদ (ইসিএইচআর) থেকে বেরিয়ে আসার পক্ষে অবস্থান নেওয়ার কারণে মন্ত্রী থাকাকালে তাঁকে “শাস্তি” দেওয়া হয়েছিল এবং পদচ্যুত করা হয়। একই সঙ্গে তিনি কনজারভেটিভ পার্টির বর্তমান ইসিএইচআর ছাড়ার প্রতিশ্রুতিকে “মিথ্যা” বলে উল্লেখ করেন।

রিফর্ম ইউকের সংসদ সদস্য সারা পোচিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্রাভারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, “দলে আরেকজন নারীকে পেয়ে ভালো লাগছে।” তবে এই দলত্যাগ নিয়ে তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। লেবার পার্টির চেয়ারওম্যান আনা টার্লি বলেন, “নাইজেল ফ্যারাজ ব্যর্থ কনজারভেটিভ নেতাদের দিয়েই তার দল ভরছেন, যাঁরাই গত ১৪ বছরের বিশৃঙ্খলা ও স্থবিরতার জন্য দায়ী।” তাঁর মতে, ব্রাভারম্যানের যোগদান রিফর্ম ইউকের বিচারবোধের অভাবই তুলে ধরে।

লিবারেল ডেমোক্র্যাটদের উপনেতা ডেইজি কুপারও কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “ভাঙা ব্রিটেন নিয়ে অভিযোগ করা আরেকজন সাবেক মন্ত্রী যোগ দিলেন, যিনি নিজেই সেই ভাঙনের অংশ ছিলেন।” তিনি দাবি করেন, কনজারভেটিভরা ডানপন্থায় আরও ঝুঁকে ফ্যারাজকে অনুসরণ করতে চাইছে, আর সেই প্রেক্ষাপটে কেবল লিবারেল ডেমোক্র্যাটরাই ‘শান্ত সংখ্যাগরিষ্ঠের’ পক্ষে দাঁড়িয়ে আছে।
 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও