
ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে দেশের প্রচলিত রাজনৈতিক জোটগুলো স্পষ্ট অবস্থান নেয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স রয়েছে- সেই বাক্স নিয়েই আমি আপনাদের কাছে ছুটে এসেছি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বিএম কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোট এবং বিএনপির নেতৃত্বাধীন জোট-উভয় পক্ষই পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে না।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই ঘোষণা দিয়ে এসেছে- ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে, আর সেটি হলো হাতপাখা প্রতীক।
তিনি আরও বলেন, দেশের আইন-কানুন ও রাষ্ট্র পরিচালনা যদি ইসলামি আদর্শ, নীতি ও শরিয়াহ অনুযায়ী করতে হয়, তাহলে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির প্রকাশ্যে বলেছেন, তারা ইসলামি আদর্শে দেশ পরিচালনা করবে না। একই সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসে ইসলামী আন্দোলনকে জঙ্গিবাদী হিসেবে উপস্থাপনের অভিযোগ তোলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার প্রায় ৩৮ বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে কেউ কি দেখাতে পেরেছে যে আমরা জঙ্গিবাদী? আওয়ামী লীগ কিংবা বিএনপি কখনোই বাংলাদেশে জঙ্গিবাদ আছে-এমন স্বীকারোক্তি দেয়নি। অথচ জামায়াতের একজন শীর্ষ নেতা বিদেশে গিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এর তীব্র নিন্দা জানাই।
জনসভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করিম শাহরিয়ারসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।