গত ২৬শে মার্চ ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভা সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদারের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক শাওন রহমানের পরিচালনায় এ সভায় বক্তারা স্বাধীনতা আন্দোলনে নিহত বীর সেনাদের স্মরণ করেন,এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব মা-বোনেরা প্রাণ দিয়েছেন, ইজ্জত হারিয়েছেন সেই লাখো শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, তাদের অবদানের ফলে আমরা স্বাধীন মা মাটি পেয়েছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পরাধীনতার শিকল থেকে মুক্ত।
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানানো হয় এতে।
সভায় সম্প্রতি পরলোকগত সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর শাশুড়ী, বি বি সি সি আই এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর পিতা ও শাওন রহমানের পিতার রুহের মাগফিরাত কামনা করা সহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
অন্যান্যর মধ্যে সভায় উপস্তিত ছিলেন ট্রেজারার আব্দুস সালাম,আব্দুল বারি,ময়না মিয়া,আব্দুল মুকিত ফারুক,ময়নুল ইসলাম বুধু,শাহ চেরাগ আলী,আক্তারুজ্জামান খান জাকির,ইকবাল হোসেন সাচ্চু,বাংলাদেশ কমিটির সাধারন সম্পাদক রাসেল আহমদ, রাজিব আহমদ,মিসবাহ রহমান,নজরুল ইসলাম,এম এ হাই,খায়রুল ইসলাম,ফয়জুল হক,জুনেদ আহমেদ, দেলোয়ার হোসেন,নাজমুল মিয়া,রানা মিয়া,সুজন আহমদ,সুলতান মিয়া প্রমুখ।
এ বছর রমজান মাসে স্বাধীনতা দিবস হওয়ায় অনুষ্ঠান শেষে দেশের সুখী-সমৃদ্ধির জন্য দোয়া মাহফিল ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।