গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)'র উদ্যোগে ব্রিটেনে ৫ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা নিয়ে মোট ১২টি দল অংশ গ্রহণ করবে। আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গত ২৯ এপ্রিল সোমবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পূর্ব লন্ডনের সোনারগাও রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রেজারার সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান, কালচারাল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান চৌধুরী,
মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন
প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, বোর্ড মেম্বার রুহুল আমিন রুহেল, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ সুলতান আহমদ, মুহিবুল হক, রোমান আহমদ চৌধুরী, মোহাম্মদ শামীম আহমদ, মোস্তাক আহমদ হেলাল, সুহেল আহমদ (ঢাকাদক্ষিণ), সুহেল আহমদ (লক্ষনাবন্দ) প্রমুখ। সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগদান করেন স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ।
সভায় আগামী ১৯ মে রবিবার বার্ষিক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দুজন নতুন সদস্যকে সদস্যপদ প্রদান করা হয়।
এবারের ফুটবল টুর্নামেন্ট শুধুমাত্র ট্রাস্টের সদস্যরা অংশগ্রহণ করতে পারবে। সেভেন -এ সাইড ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দলে ৭জন খেলোয়াড় মাঠে খেলবেন। এছাড়াও ৫ জন অতিরিক্ত খেলোয়াড় দলে থাকবেন। প্রতিটি দল ২ জন ম্যানেজার এবং ১২ জন (কম পক্ষে ১০ জন) খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করতে পারবে।
খেলার প্রথম পর্বে লটারির মাধ্যমে ৩টি দলকে নিয়ে একটি গ্রুপ হবে। এই গ্রুপে একে অপরের সাথে খেলার সুযোগ পাবে। সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দল (দ্বিতীয় পর্ব) সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেমিফাইনাল খেলায় পরাজিত দুটো দল একে অন্যের সাথে খেলে ৩য় স্থান নির্ধারিত হবে এবং বিজয়ী দুটো দল ফাইনাল খেলার সুযোগ পাবে।
গোলাপগঞ্জ উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী টিমকে দেয়া হবে ১টি করে কাপ। টুর্নামেন্টের সকল খেলোয়াড় ও ম্যানেজারকে দেয়া হবে একটি মেডেল।
গোলাপগঞ্জ উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড় ও ম্যানেজারকে গোলাপগঞ্জ উৎসবে পরিচয় করিয়ে দেয়া হবে। এছাড়াও ঐ উৎসবে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানতে হলে স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ- এর সাথে 07984 359437 ফোনে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন - golapganjsocialtrust@gmail.com
গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের পরিচালনার জন্য আমরা মোট ১২টি স্পন্সর নেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে হলে ওয়েবসাইট ভিজিট করুন www.GolapganjSocialTrust.com