সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাব হত্যা মামলায় ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টাস্কফোর্স গ্রেফতার করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঈন উদ্দিন গোপীনাথপুর মাস্টারবাড়ি গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে বিজিবি-৫৫ সহকারী পরিচালক মো: ইয়ার হোসেন গোপীনাথপুর মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের খবর পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবির টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় কোনো অস্ত্র পাওয়া না গেলেও ওসি মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ওসি মঈন উদ্দিন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার ৬ নম্বর আসামি।