
সম্পর্কে অবিশ্বাস ও ভাঙনের সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো পরকীয়া। কেন মানুষ প্রতারণার পথে হাঁটে তার নানান ব্যাখ্যা থাকলেও, একজন অভিজ্ঞ প্রাইভেট ডিটেকটিভের মতে মানুষের পেশাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন ধরে প্রতারকদের ধরার অভিজ্ঞতা থেকে ব্রিটিশ বেসরকারি তদন্তকারী পল ইভান্স সম্প্রতি জানিয়েছেন, কোন পাঁচ পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ান। তাঁর দাবি অনুযায়ী, তালিকার কিছু পেশা একেবারেই প্রত্যাশার বাইরে।
পরকীয়া অনুসন্ধানের ক্লাসিক ছবিতে যেমন দেখা যায়, ধোঁয়াটে ঘর, গোপন ক্যামেরায় ধরা পড়া সন্দেহজনক দৃশ্য, সেরকম বহু ঘটনার সাক্ষী ইভান্স জানালেন, প্রযুক্তি ও কাজের ধরন অনেকের প্রতারণার পথ আরও সহজ করে দিয়েছে।
ইভান্সের তালিকার প্রথম বিস্ময় হলো আইটি পেশাজীবীরা। তিনি জানান, ডিজিটাল দুনিয়া সম্পর্কে যাদের জ্ঞান বেশি, তারা সহজেই গোপন সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং তথ্য চমৎকারভাবে আড়াল করতে পারেন। তাঁর ভাষায়, “আমরা ভাবার চেয়েও বেশি পরকীয়ার ঘটনা আইটি সেক্টরে পেয়েছি।”
তালিকায় রয়েছে কল সেন্টারের কর্মীরাও। দীর্ঘ সময় পাশাপাশি কাজ করা এবং চাপযুক্ত পরিবেশে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। আর সেই বন্ধুত্ব অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। ইভান্স বলেন, “প্রতিদিনের চাপ মানুষকে সহকর্মীদের কাছাকাছি নিয়ে আসে এবং কখনো কখনো সেই সম্পর্ক ভুল পথে মোড় নেয়।”
বিক্রয় প্রতিনিধিরা তালিকায় থাকা তেমন আশ্চর্যের নয়। নিয়মিত ভ্রমণ, বিভিন্ন শহরে অবস্থান এবং মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ বাড়ানোর ক্ষমতা সব মিলিয়ে এই পেশায় সম্পর্ক লুকিয়ে রাখা তুলনামূলক সহজ। ইভান্স জানান, তাঁরা এমন বহু প্রতিনিধিকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনুসরণ করেছেন, যারা সহকর্মী বা হোটেলে দেখা হওয়া অপরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ক্ষেত্রেও একই গল্প। দীর্ঘ ভ্রমণ, নিয়মিত লেওভার এবং হোটেলে রাত কাটানো, সবই অনৈতিক সম্পর্কে জড়ানোর সুযোগ তৈরি করে। এক ঘটনার উল্লেখ করে ইভান্স বলেন, “একজন বিবাহিত ফ্লাইট অ্যাটেনডেন্ট মাসের পর মাস লেওভারের সময় অন্য এয়ারলাইন্সের এক পাইলটের সঙ্গে একই হোটেলে দেখা করতেন।”
সবশেষে, সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ানোর তালিকার শীর্ষে রয়েছে চিকিৎসা পেশাজীবীরা। ডাক্তার-নার্সদের দীর্ঘ কাজের সময়, অতি চাপযুক্ত পরিবেশ এবং ক্ষেত্রবিশেষে একে-অপরকে বুঝতে পারার ক্ষমতা অনেক সময় সম্পর্ককে ভুল পথে নিয়ে যায়। পল ইভান্স একটি ঘটনার বর্ণনায় জানান, “রাতের শিফটে এক নার্স ও এক চিকিৎসক নিয়মিতই হাসপাতালের একটি ফাঁকা কক্ষে দেখা করতেন, অথচ তাঁদের সঙ্গীরা ভেবেছিলেন তারা কাজে ব্যস্ত।”
সম্পর্কে আস্থা ও বিশ্বাস যেখানে ভীষণ গুরুত্বপূর্ণ, সেখানে এই পেশাগত ঝুঁকির তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পেশা কখনোই প্রতারণার একমাত্র কারণ নয়, মানুষের ব্যক্তিগত মূল্যবোধ ও আচরণই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখে।