
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বে নিজেদের অদম্য যাত্রা অব্যাহত রেখে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান এই বাছাই টুর্নামেন্টে টানা পাঁচ জয়ের পর সুপার সিক্সের সমীকরণে আরও দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল নিগার সুলতানা জ্যোতির দল।
বাছাই পর্বের সুপার সিক্স পর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। এরপর দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিলে বাংলাদেশের মূল পর্বে খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়। বৃষ্টির কারণে ডি এল মেথডে ২১ রানে জয়ী হওয়া নেদারল্যান্ডসও এই জয়ের ফলে বাংলাদেশের সঙ্গে মূল পর্বের যোগ্যতা অর্জন করেছে। বর্তমানে সুপার সিক্সের টেবিলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে লাল-সবুজের দল।
ম্যাচটিতে যুক্তরাষ্ট্র আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান তোলে। জবাবে ডাচরা ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করার পর বৃষ্টি নামলে খেলা আর মাঠে গড়ায়নি। এই জয়ে নেদারল্যান্ডস ও বাংলাদেশের পয়েন্ট সমান হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের টানা তিন হারে শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়ে যায় টাইগ্রেসদের। বিশ্বকাপের বাকি দুটি স্থানের জন্য এখন স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সুবিধাজনক অবস্থানে রয়েছে।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাছাই পর্বে অপ্রতিরোধ্য ফর্মে থাকা বাংলাদেশ এখন সুপার সিক্সের বাকি ম্যাচগুলোতেও নিজেদের জয়ের ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী।