খেলাধুলা

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

12948_IMG_6467.jpeg

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হয় বিশ্বকাপের ড্র।

ড্র’তে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। বিশ্বকাপ ড্র’য়ের পর সমর্থকদের মনে আবারও প্রশ্ন জাগছে, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের ঠাঁই হবে কি না। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল কোচ জানান, শারীরিকভাবে নেইমার যদি বাকিদের চেয়ে ভালো অবস্থানে থাকে তাহলে বিশ্বকাপ দলে থাকবেন তিনি। একই সঙ্গে জানান, মার্চে ব্রাজিলের বিশ্বকাপ দল চূড়ান্ত হবে।

আনচেলত্তি বলেন, ‘যদি নেইমার অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, তাহলে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার ছাড়া ব্রাজিলকে কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।’

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য ফাইনাল খেলা, এমনটিই জানান ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমরা গ্রুপ ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’

সর্বাধিক পঠিত


ভিডিও