তথ্য ও প্রযুক্তি

বিডিটুডে নেটের ওয়েবসাইট ব্লক

13859_IMG_1568.jpeg

জনপ্রিয় নিউজ সাইট বিডিটুডে ডট নেটকে (www.bdtoday.net) ঘোষণা ছাড়াই আংশিকভাবে ব্লক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের আমলে এই সাইটটি ৬০ বারের বেশি বক্ল করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশে এভাবে সাইটটি ব্লক করায় ক্ষোভ প্রকাশ করেছেন এর প্রকাশক। বর্তমানে সাইটটি মোবাইলে দেখা যায় না।

সাইটটির সঙ্গে জড়িতরা বলছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসররা আবার বিডিটুডেকে ব্লক করে দিয়েছে। এ বিষয়ে বিডিটুডে ডট নেটের সম্পাদক ড. মোকাররম হোসেন আমার দেশকে জানান, বিডিটুডে কোনো ভুঁইফোড় নিউজ সাইট নয়। বাংলাদেশে কোম্পানি আইনেই সাইটটি নিবন্ধিত। আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির দায়িত্বশীল কর্তাদের সঙ্গে কথা বলে অবগত হয়েছি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশেই বিডিটুডে নেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বিডিটুডের ওপর থেকে বক্ল তুলে নেওয়ার দাবি জানাই।

বিষয়টি জানতে বুধবার রাতে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে একটি মোবাইল ফোন অপারেটরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিটিআরসির নির্দেশে সাইটটি ব্লক করা হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও