তথ্য ও প্রযুক্তি

সব ‘সাইবার ট্রাক’ তুলে নিচ্ছে টেসলা

9105_IMG_5930.jpeg

সাইবার ট্রাকের এক্সিলেটর প্যাডেলে ত্রুটি শনাক্ত হওয়ায় এরইমধ্যে অগ্রিম অর্ডার নেয়া বন্ধ রেখেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এবার সেই ত্রুটি মেরামতের জন্য ৩ হাজার ৮৭৮টি সাইবার ট্রাক বাজার থেকে তুলে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২০ এপ্রিল) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রযুক্তি দুনিয়ায় টেসলার তৈরি সাইবার ট্রাক নিয়ে রয়েছে তুমুল আগ্রহ। কিন্তু সময় ভালো যাচ্ছে না ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটির। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) শুক্রবার (১৯ এপ্রিল) জানিয়েছে, সাইবার ট্রাকে থাকা ত্রুটির কারণে প্যাডেল প্যাডে বেশি জোরে চাপ দিলে তা বিচ্ছিন্ন হতে পারে। এমনকি আটকে যাওয়ার শঙ্কাও রয়েছে। ফলে যাত্রীরা দুর্ঘটনায় পড়তে পারেন যে কোনো সময়ে।

গত কয়েক সপ্তাহ ধরেই সাইবার ট্রাকের এক্সিলেটর প্যাডেলে ত্রুটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয়। তাই সব মিলিয়ে ট্রাক সরবরাহ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এবার সেগুলো মেরামত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টেসলা।

টেসলা জানায়, বিষয়টি নিয়ে তারা সতর্ক আছে। গত ৩১ মার্চ একজন ক্রেতার কাছে প্রথমবার সমস্যাটির কথা জানা যায়। এরপর গত ৩ এপ্রিল একই অভিযোগ করেন আরেকজন ক্রেতা। তবে প্যাডেলের ত্রুটিতে কোন দুর্ঘটনা ঘটেছে, এমন তথ্য তাদের কাছে নেই।

গত ৩০ নভেম্বর প্রথমবারের মতো ১০ থেকে ১২টি সাইবার ট্রাক ক্রেতাদের কাছে সরবরাহ করে টেসলা। পর্যায়ক্রমে ক্রেতাদের কাছে ৩ হাজার ৮৭৮টি সাইবার ট্রাক সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

টেসলা বলছে, গত নভেম্বর মাস থেকে চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত তৈরি সব সাইবার ট্রাকের এক্সিলেটর প্যাডেল পরিবর্তন করা হবে। এরপর সেগুলো আবারও ক্রেতাদের কাছে ফেরত পাঠাবে প্রতিষ্ঠানটি।

সূত্রঃ সময়

সর্বাধিক পঠিত


ভিডিও