সংস্কৃতি ও বিনোদন

সৌদি আরবের লাল গালিচায় ঝলমল বিশ্ব তারকারা

12938_IMG_6396.jpeg

‘সিনেমার প্রতি ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক এলাকা আল বালাদে শুরু হয়েছে পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হওয়া এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনেই লাল গালিচায় বিভিন্ন দেশের তারকাদের আগমনে জমে ওঠে উৎসবের পরিবেশ।

উদ্বোধনী দিনে রেড কার্পেটে পা রাখেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, মার্কিন তারকা কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা, উমা থারম্যান, কিউবান–স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আর্মাস, ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুয়া এবং গায়িকা রিতা ওরা। ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইও নজর কাড়েন লাল গালিচায়। মধ্যপ্রাচ্য থেকে উপস্থিত ছিলেন সৌদি অভিনেত্রী সারাহ তাইবাহ, এছাড়া জেইনা মাকি, হানা মানসুরসহ আরও অনেকে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর উৎসবে ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টিরও বেশি চলচ্চিত্র দেখানো হবে। নতুন প্রতিভা খুঁজে বের করা, বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগ, নারী চলচ্চিত্র নির্মাতাদের প্রতি বিশেষ গুরুত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতাকে কেন্দ্র করেই এবারের আয়োজন সাজানো হয়েছে।

অ্যাড্রিয়ান ব্রডি বলেন, এটি আমার দ্বিতীয়বার উপস্থিতি। সৌদি আরবের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। শুধু চলচ্চিত্র নয়, তারা নিজেদের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরছে—বিশেষত নারী নির্মাতাদের অংশগ্রহণ বাড়াতে উৎসবের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

উদ্বোধনী সন্ধ্যায় ছিলেন কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও, যিনি চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন। আরও উপস্থিত ছিলেন জুরি সদস্য শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, অস্কারজয়ী অভিনেতা রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুরি্লেঙ্কো এবং নাওমি হারিস।

প্রথম দিন প্রদর্শিত হয় ব্রিটিশ–ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক সিনেমা ‘জায়ান্ট’, পরিচালনা করেছেন রোয়ান আথাল। প্রধান অভিনেতা আমির এল মাসরি বলেন, এ ছবি আমাদের নিষ্ঠার ফল। এটি পূর্ব ও পশ্চিম, উভয় সংস্কৃতিকে একত্রে তুলে ধরে। এক ইয়েমেনি মুসলিম বক্সারের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ওঠার গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক।

পুরো উৎসবে ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও শর্টফিল্মসহ বিভিন্ন ধারার আন্তর্জাতিক ছবি দেখানো হবে। আরব স্পেকট্যাকুলার বিভাগে থাকছে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’, হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’, এবং আনাস বে-থাফের ‘এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ’। 

বিশ্ব সিনেমার এই বড় আয়োজনকে কেন্দ্র করে তারকা, নির্মাতা ও দর্শকদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে উৎসবের উচ্ছ্বাস।
 

সর্বাধিক পঠিত


ভিডিও