ইয়েমেনের ওপর সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপ করা অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে বৈশ্বিক শান্তি রক্ষায় কাজ করে যাওয়া বিশেষায়িত সংগঠন- দ্য এল্ডার্স। বার্তা সংস্থা এপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। উল্লেখ্য, দ্য এল্ডার্স গ্রুপটি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে বৈশ্বিক সংঘাত নিরসনে কাজ করে। এর সঙ্গে রয়েছেন অন্যান্য দেশের প্রভাবশালী ব্যক্তিরাও। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিয়া বিদ্রোহীদের দমনের জন্যে সে দেশের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের বিদ্রোহীরা।